অনলাইনঅপরাধআইন আদালততালাদেবহাটাপাটকেলঘাটাসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় পরোয়ানাভুক্ত মা’দক কারবারি আল আমিন গ্রে’প্তার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় চিহ্নিত এক চাঁদাবাজ ও শীর্ষ মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন সরদার (৩২) জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ঘেরের মাছ চুরি, প্রতিবেশীদের, ছাগল চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আল আমিন দীর্ঘদিন আগে নিজ গ্রাম থেকে বিতাড়িত হন। এরপর শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্নগোপনে ছিলেন।

দেবহাটার পুষ্পকাটি এলাকার স্থানীয়দের অভিযোগ, আলামিন সরদার এখানে ইয়াবা সেবন ও বিক্রির পাশাপাশি ভারতীয় নেশাজাতীয় ওষুধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন।

এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, এলাকায় বারবার নিষেধ করা হলেও আল আমিন মাদক ব্যবসা বন্ধ করেনি। পুলিশের সোর্স হিসেবে সোমবার বিকেলে মাদক বিক্রির সময় তাকে হাতে-নাতে ধরে ফেলে গ্রামবাসী। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার বলেন, আল আমিন সরদারের বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট ছিল বলে তথ্য ছিল। তবে কাগজপত্র যাচাই করে দেখা যায় তিনি জামিনে ছিলেন। তাকে স্থানীয়রা ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি থানা পুলিশ আইনি ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ‘আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা তাকে মারধর করে। পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মাদকসহ আটক করার তথ্য সঠিক নয়। ঘটনাস্থলে কোনো র‌্যাব সদস্যও ছিল না।’

এদিকে আল আমিন নিজেকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জেলাজুড়ে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের। চাঁদাবাজি, মাদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান বলেন, পাটকেলঘাটা থানার জিআর ১২৪/২৪ মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *