সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় ৯ লক্ষ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য ও ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
রবিবার (২৬ অক্টোবর) ভোর থেকে দিনব্যাপী সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির টহল দল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে ২৮ হাজার টাকার ভারতীয় বোরকা জব্দ করে। কালিয়ানী বিওপির টহল দল কালিয়ানী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির তিনটি বিশেষ টহল দল গেরাখালি, কেরাগাছি ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির তিনটি টহল দল কলাবাড়ি, শ্মশানঘাট ও চান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ১১ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি উদ্ধার করে।
এছাড়া, হিজলদী বিওপির বিশেষ টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দ করা মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

