সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে টাইফয়েড প্রতিরোধে সারা দেশে টিকা প্রয়োগ কর্মসূচি শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। টিকা গ্রহণে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল বলেন, টাইফয়েড টিকা প্রদান সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। প্রতি বছর টাইফয়েডে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়। এই টিকা প্রয়োগের ফলে সে ঝুঁকি কমে যাবে। আমাদের স্কুলের শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে টিকা গ্রহণ করছে। এখন পর্যন্ত কোনো জটিলতা বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি এই উদ্যোগে টাইফয়েডজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
তিনি আরও জানান, টাইফয়েড প্রতিরোধে “টিসিভি টিকাদান কর্মসূচি”র আওতায় সাতক্ষীরা জেলায় মোট ৫ লাখ ৫ হাজার ৭৫৮ জন শিশুকে এই টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৭৫০ জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ১ লাখ ৬৬ হাজার ৮ জন কমিউনিটি পর্যায়ের শিশু অন্তর্ভুক্ত। এই টিকা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের প্রদান করা হচ্ছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রমেশ সরদার, আল-মামুন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

