ইতিহাস ঐতিহ্যজীবনযাপনশ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় সাতক্ষীরার তিন সাংবাদিককে সম্মাননা প্রদান

নাজমুল আলম মুন্না: সাতক্ষীরা সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা অর্জন করেছেন সাতক্ষীরার তিন সাংবাদিক।

সম্মাননা পাওয়া তিন সাংবাদিক হলেন, খুলনা গেজেটের সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস, সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু। এছাড়া সুন্দরবন বিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য এখন টেলিভিশন ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সংবাদিক এম এ হালিম, অনাথ মন্ডল ও সুলতান শাহজাহানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতিতে জার্নালিজম ফর সুন্দরবন বিষয়ক সভায় এসব সম্মাননা দেয়া হয়। জার্নালিজম ফর সুন্দরবন-এর সাতক্ষীরা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্কার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের মিনিটরিং অফিসার দীপ সাহা, জার্নালিজম ফর সুন্দরবনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সাংবাদিক গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, এম রফিক, মনিরুল ইসলাম মনি, সচ্চিদানন্দ দে সদয়, এস কে হাসান, খন্দকার আনিসুর রহমান, মাজহারুল ইসলাম, নাজমুল আলম মুন্নাসহ জার্নালিজম ফর সুন্দরবন-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *