শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের গণসংযোগ
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ড. মোঃ মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে সদ্য সাবেক উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর এর সভাপতিত্বে গণ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বি এন পি নেতা জেলা বিএনপি সদস্য লিয়াকত আলী, সাবেক সদস্য সচিব শ্যামনগর উপজেলা বিএনপির গোলাম আলমগীর, সাবেক আহ্বায়ক শ্যামনগর পৌর বিএনপি শেখ লিয়াকত আলী বাবু, সাবেক ইশ্বরীপুর চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেক, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমূখ।
জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান মনির বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে ১৯৭৮ সালে বিএনপি মনোনিত প্রার্থী ডাঃ আফতাবুজ্জামান জয়লাভ করেছিলেন। এবারও ইনশাআল্লাহ যিনি ধানের শীষে প্রার্থী হবেন, তাকে সকলেই ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করা হবে, জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্যামনগরে এসে ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীকে সকলের পরিচিত করে দিবেন।

