কালিগঞ্জ তারালী মোড়ে ভোগান্তি কমাতে সড়ক সংস্কার করেন ইউএনও অনুজা মণ্ডল
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী ব্রিজের পাশে তারালী মোড় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও অসুস্থ রোগীদের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কটির কিছুটা সংস্কার করে সাময়িক স্বস্তি ফিরিয়ে এনেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউএনও নিজ উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ সম্পন্ন করেন। এর ফলে দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা সাময়িকভাবে চলাচলযোগ্য হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, তারালী মোড় দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও অসুস্থ রোগী যাতায়াত করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ইউএনওর এই মানবিক পদক্ষেপে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

