সাতক্ষীরায় ৫০০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ সাড়ে ১৯ লক্ষ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে ঊনিশ লক্ষ টাকার চোরাচালানী মালামাল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন আলীর ঘের নামক স্থান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানিক দল একইভাবে আমবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
অপরদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল কলারোয়া থানাধীন গেরাখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় এলাকা থেকে ৫০০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযান দল কলাবাড়ি ও শ্মশানঘাট নামক স্থান থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।
এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন গোয়াখালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে বিজিবি মোট ১৯ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

