শ্যামনগরে ইউএনও রনী খাতুনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে বিদায় সংবর্ধনা দিয়েছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আজম মুনিরের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া ও উপহার প্রদান করে তাঁকে সংবর্ধনা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সাংবাদিক আলহাজ্ব আবু কাওছার, আবু সাঈদ, আফজালুর রহমান, আব্দুল কাদের,হুসাইন বিন আফতাবসহ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী।
সাংবাদিকরা ইউএনও রনী খাতুনের মানবিকতা, প্রশাসনিক দক্ষতা ও দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের প্রশংসা করেন। সংবর্ধনা শেষে ইউএনও সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

