শ্যামনগরে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপনে র্যালি ও নাটিকা
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: ‘আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ ২০২৫’ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর প্রগতি সেবা কেন্দ্রে র্যালি ও বাল্যবিবাহ প্রতিরোধে নাটিকা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে একশনএইড বাংলাদেশের এলআরপি–৫৪ এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলআরপি কো-অর্ডিনেটর মোঃ আব্দুল কাইয়ুম। চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট কর্মকর্তা সমিরন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মোঃ ফারুকুজ্জামান, এডমিন অ্যান্ড ফাইনান্স অফিসার সুজন চন্দ্র দাস এবং প্রগতি হাব কো-অর্ডিনেটর আছের আলী।
এ সময় বক্তারা শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।
অনুষ্ঠানটি এলাকাবাসী, শিশু ও মায়েদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। শিশুদের হাসিখুশি মুখ, সচেতনতার বার্তা ও প্রাণবন্ত পরিবেশে পুরো প্রগতি সেবা কেন্দ্র মুখরিত হয়ে ওঠে।

