নৈতিক স্খলনের অভিযোগে কলারোয়ার জামায়াত সদস্য ও “বুশরা” ম্যানেজার কামরুজ্জামান বহিষ্কার
এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ছোট রাজনগর গ্রামের মো. কামরুজ্জামানকে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখা থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, মো. কামরুজ্জামান সম্প্রতি দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী বা এর কোনো অঙ্গসংগঠনের সদস্য নন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার ব্যক্তিগত আচরণ ও কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তাকে ঘিরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর ও অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
দলটির পক্ষ থেকে সকল সদস্যকে ঐক্য রক্ষা ও দলের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়েছে।

