কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মোট ২,৯৯০ জন কৃষক ও কৃষাণী এই কর্মসূচির আওতায় বীজ ও সার পান। বিতরণকৃত বীজের মধ্যে ছিল সরিষা, গম, সূর্যমুখী, পেঁয়াজ, মুগডাল ও খেসারি ডাল। এছাড়া বসতবাড়ির আঙ্গিনায় চাষের উপযোগী বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক ও মিষ্টিকুমড়া বীজও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই আমাদের কৃষি অর্থনীতির মেরুদণ্ড। সরকার তাদের সহায়তায় সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

