কালিগঞ্জজীবনযাপনতালাসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাসুদ পারভেজ/তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ হাত ধোয়া দিবস পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী আশরাফুল ইসলাম, আকরাম হোসেন ও অটল সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর গুরুত্ব অপরিসীম।সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবাণু, সংক্রমণ ও নানাবিধ রোগ থেকে রক্ষা করে। একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।” এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শিশুদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতীকী হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

বক্তারা আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই পারে একটি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *