অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির সদস্যরা কেউ ঘুম থেকে উঠছে না। খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। অচেতন ব্যক্তিরা হলেন—লতা মন্ডল (৩৫), লতিকা সরকার (২২), অমিত মন্ডল (১৫) ও তরুণ সরকার (২৬)।

বাড়ির গৃহকর্তা ভরত মন্ডল জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তিনি তার মৎস্য ঘেরে চলে যান। এ সুযোগে দুর্বৃত্তরা জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান। তবে পরিবারের সদস্যরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *