অনলাইনজীবনযাপনতালাশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) প্রাঙ্গনে ২০ অক্টোবর (সোমবার) সকাল ১০ ঘটিকায় মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে জলবায়ু পরিবর্তানের প্রভাব প্রশমনে মৎস্যবীজী ও মৎস্য চাষীদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা, জি,এম সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামছুদ্দীন প্রকল্প পরিচালক, মৎস্য অধিদপ্তর ঢাকা, শ্যামনগর মেরিন ফিসারিজ অফিসার এস.কে আরমান হোসেন, এসইউএফও শ্যামনগর তাওহিদ হোসেন, ডা. জিয়াউর রহমান শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সামছুদ্দীন, মোঃ মাছুরদুর রহমান ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা খুলনা, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, বনশ্রী শিক্ষা শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) এর সভাপতি মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ)এর অভিভাবক সদস্য ইসমাইল হোসেন, কুলতলী—কচুখালী মৎস্যজীবী দলের সভাপতি মধুজিত বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) এর শিক্ষক- কর্মচারী ও ছাত্র—ছাত্রী সহ এলাকার মৎস্যবীজী ও মৎস্য চাষীবৃন্দ। বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) এর শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের ক্ষতিগ্রস্থের প্রজেক্ট ও বিভিন্ন প্রদর্শনী স্টল তৈরী করে। কৃষি ফসল, গবদি পশু, পাখি ও মৎস্য সম্পদ নষ্ট হয়ে যাওয়ার রাস্তাঘাট ব্রীজ কালভার্ট, ঘর বাড়ি ও উপকূলীয় বাঁধ বন ও বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়া, রনাক্ষুসী মাছের কারনে অন্যান্য প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাওয়া, পলিথিন ব্যবহারে মাছ ও ফসলের ক্ষতি, স্ম্যার্ট সিটিজেন, স্ম্যার্ট ভিলেজ, সফস সেল কাঁকড়ার প্রজেক্ট বিষয়ে প্রদর্শনী হয়। অত্র বিদ্যালিয়ের ছাত্র—ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে প্রজেক্ট তৈরী, বিভিন্ন স্টল তৈরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের .মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মোছাঃ রনি খাতুন, জলপাই, জি,এম সেলিম জামরুল, মোঃ সামছুদ্দীন আম গাছের চারা রোপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *