তালারাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা ডঃ মনিরুজ্জামান

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির। সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মনিরুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদোহা টুটুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান (রফিক) এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান প্রমুখ।

মতবিনিময়ের এক পর্যায়ে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ আসন্ন নির্বাচনে তার ইশতেহার তুলে ধরতে অনুরোধ করেন। জবাবে ড. মনিরুজ্জামান বলেন, “আভ্যন্তরীণ দলীয় বিষয়ে যাই থাকুক না কেন, যখন দলীয় প্রতীক ‘ধানের শীষ’ আসবে, তখন সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। ভাসমান ভোটগুলোও তখন ধানের শীষের পক্ষে যাবে—এই আশাবাদ ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নই হবে তার অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *