অপরাধআইন আদালতজাতীয়তালারাজনীতিশিক্ষাঙ্গন

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদের টিউশনি করানো সেই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাতে জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়।

এর আগে সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির ওই ছাত্রীর বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটিই ছিল জুবায়েদের টিউশনের বাসা। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ওই বাসা থেকে জুবায়েদের টিউশনি করানো ছাত্রীকে হেফাজতে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *