কালিগঞ্জে ব্যাংক ঋণ খেলাপি মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রে’প্তার
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলায় ব্যাংক ঋণ খেলাপির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন, কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী ইউনিয়নের ওবায়দুর নগর গ্রামের মো. আব্দুর গফুর কারিগরের ছেলে মো. মনজুরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ২০১৭ সালে কালিগঞ্জ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখা থেকে ‘মেসার্স মুনজুর ভ্যারাইটিজ স্টোর’ নামক প্রতিষ্ঠানের জন্য ৪ লাখ ৮০ হাজার টাকা বিনিয়োগমূলক ঋণ গ্রহণ করেন। সর্বশেষ এ ঋণটি ২০২৩ সালে নবায়ন করা হয়, যার মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। বর্তমানে তার ঋণের বকেয়া পরিমাণ ৫ লাখ ৬৩ হাজার ১৪৫ টাকা। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করা হয়। মামলার ধারাবাহিকতায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ থানার এএসআই মো. রেজওয়ান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হবে।

