অনলাইনকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলাসারাবাংলাস্বাস্থ্য

কালিগঞ্জে গরিবের ডাক্তার খ্যাত বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ আবুল হাসানের ঢাকায় ইন্তেকাল

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সকলের প্রিয় গরিবের ডাক্তার ডা. মো. আবুল হাসান ঢাকায় ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রবিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকায় অফিসে যাওয়ার পথে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

ডা. আবুল হাসান দীর্ঘদিন ইস্পাহানি আই হসপিটাল, লায়ন্স আই হসপিটালসহ ঢাকার বিভিন্ন চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু হাসপাতাল-এ বিশেষজ্ঞ চক্ষু সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী এই চিকিৎসক ছিলেন অসহায় ও দরিদ্র রোগীদের প্রকৃত বন্ধু। প্রতিবছর আহ্ছানিয়া মিশনের চক্ষু শিবিরে তিনি নেতৃত্ব দিতেন এবং স্বাস্থ্য বিভাগের নানা কর্মকাণ্ডে আন্তরিকভাবে পৃষ্ঠপোষকতা করতেন।

তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *