কালিগঞ্জের বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-অভিভাবকরা একত্রিত হয়ে শিক্ষার পরিবেশ উন্নয়ন, ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানটিতে প্রধান শিক্ষক অজয় কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন
বিদ্যালয়ের অগ্রগতি নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সমন্বয়ের উপর। সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে পরিবারের সক্রিয় ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী চিকিৎসক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ শহিদ উদ্দীন।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, সহকারী শিক্ষক সুনীল কুমার পাল এবং সহকারী শিক্ষক কল্যাণ সরকার। বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম বাহারী।
অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত এ সমাবেশে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকরা একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

