তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মেহেদী হাসান শিমুল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে ভোটগ্রহণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সাবেক আহ্বায়ক মো. আবুল হাসান (এম এ হাসান) ২২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন আফিল পান ২০২ ভোট।
সাধারণ সম্পাদক পদে সাবেক যুগ্ম আহ্বায়ক নাছিম বিল্লাহ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মুকুল হোসেন পান ১৪২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা আরিফুর রহমান ২০৪ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পান ১৪২ ভোট এবং শাহিনুর রহমান পান ৩৭ ভোট।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপি ও সংসদীয় আসন সাতক্ষীরা-২ এর সাংগঠনিক টিম সদস্য আব্দুর রশিদ চেয়ারম্যান।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, ডা. মনিরুজ্জামান, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং অ্যাড. নুরুল ইসলাম। তারা নির্বাচনের দায়িত্বও পালন করেন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক কর্মী ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।

কাউন্সিলকে ঘিরে ব্রহ্মরাজপুর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ে এমন প্রাণবন্ত কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *