কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন’র মৃত্যুবার্ষিকী পালিত
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন এর ১ম মৃত্যু বার্ষিকী পালনে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত অনুৃষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই বার্ষিকী পালন করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সংস্থার উপদেষ্ঠা শেখ সাইফুল বারী সফু। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সা্ংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সংস্থার সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সহ-সভাপতি ইশারাত আলী, মীর জাহাঙ্গীর হোসেন, গাজী জাহাঙ্গীর কবীর, যুগ্ম সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ, অধ্যক্ষ মহিবুল্লাহ, ইমরান আলী, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বিন আকবর, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, সহ কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, সহ তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক ফজলুল হক, ক্রীড়া সম্পাদক জি এম জাহিদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শেখ সলেমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি আরাফাত আলী, নির্বাহী সদস্য জি এম সাগর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সাত্তার সন্মানিত সদস্য ফরিদুল কবীর, মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুল হামিদ, মাসুদ পারভেজ প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর।

