সাতক্ষীরায় এক আসামীসহ ১০.০৮ কেজি গাঁজা, ৫০০ পিস ট্যাবলেট ও ২৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামীসহ ১০.০৮ কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং প্রায় তেইশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন শিকড়ী মোড় এলাকা থেকে ০৮ গ্রাম ভারতীয় গাঁজা আটক করে। অপরদিকে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া থানাধীন কুটিবাড়ি এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ও ৫০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ এক আসামীকে আটক করে।
এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও পোশাক জব্দ করা হয়।
এর মধ্যে- ভাদিয়ালী, গেড়াখালী ও কেড়াগাছি এলাকা থেকে ১৭ লাখ টাকার ভারতীয় ঔষধ, শিশুতলা এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, মোল্লাপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, রাজপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার শাড়ি ও ৭০ হাজার টাকার ঔষধ, তেতুলবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, ভাদিয়ালী (মাদরা বিওপি) এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ এবং ছয়ঘরিয়া (বৈকারী বিওপি) এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
সবমিলিয়ে বিজিবি সদস্যরা মোট ২২ লক্ষ ৯৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল বাংলাদেশে পাচার করছিল। এসব অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

