নাট্য সংগীত জগতের শিল্পীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শহর প্রতিনিধি: লুকায়িত প্রতিভা বিকাশের, লক্ষ্যে ১৭ই অক্টবর নাট্য সংগীত জগতের শিল্পীদের নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে উক্ত ফুটবল খেলায় ১০ বছরের শিশু শিল্পী থেকে ৫০বছরের প্রবীণ শিল্পীরা অংশগ্রহণ করেন।
সভাপতি একাদশ দলে খেলেন অধ্যাপক ফরিদ উদ্দিন মাসুদ. শ্রী অনুজিত মন্ডল.সাংবাদিক শেখ মনিরুল ইসলাম. নুরুল হুদা ফুল. আরিফুজ্জামান আপন. মিলন প্রেমজবাউল হক. কাইম মাসুদ. জাহিদ হাসান প্রমুখ। সাধারণ সম্পাদক শ্রী অদুল কুমার ঘোষ দলে. ইব্রাহিম হোসেন. আব্দুস সেলিম. ডাঃ মাসুদ রানা. আসাদুজ্জামান. জাহিদ হাসান. প্রধান শিক্ষক আব্দুল মালেক, শহিদুল ইসলাম প্রমুখ।
লাইক প্রসারে ছিলেন আশিকুল আলম আসিফ। ভাষ্যকারে ছিলেন বায়েজিদ। খেলা শেষ হলে ঐতিহ্যবাহী বন্ধন টেলি মিডিয়া ও শিল্পী সংসদের অফিসে আগামী দিনের নাট্য উন্নয়নের লক্ষ্যে মিটিং করা হয়। মিটিং এর শুরুতে কোরআন থেকে তেলাওয়াত উন্নয়নের বক্তব্য। এবং সংগীত অনুষ্ঠান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবু রায়হান, এনিরা, ডেইজি ডাক্তার মাসুদ রানা কৌতুক শিল্পী ইব্রাহিম হোসেন প্রমুখ। প্রধান অতিথি ছিলেন ঊষা নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা এর শেষে নৈশ্য ভোজের মাধ্যমে সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্য পরিচালক মুসা করিম।

