অনলাইনকলারোয়াজীবনযাপনতালাসাতক্ষীরা জেলা

কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়া উপজেলার আহসাননগর গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। বড় বড় খানা-খন্দ, গর্ত আর কাদা মাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এতে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই।

সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় থেকে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় পড়ে আছে। স্বাধীনতার ৫৫ বছর পরও রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, এই রাস্তাটি দিয়ে সেনা সদস্য, কৃষি অফিসারসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার ভাঙাচোরা অবস্থা, কাদা ও গর্তের কারণে তাদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। কেউ কেউ বলেন, “বছরে একবার ছুটি পেলেও রাস্তায় এমন অবস্থার কারণে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ে।”

কৃষকরা জানান, এই রাস্তাটি দিয়েই মাঠের ধান ও পাটসহ কৃষি পণ্য বাজারজাত করতে হয়। কিন্তু রাস্তা ভাঙাচোরা থাকায় পরিবহনে সময় ও খরচ দুটোই বাড়ছে। কিছু জায়গায় রাস্তা ভেঙে পাশের পুকুরের মধ্যে চলে গেছে।

স্থানীয়দের মতে, কোনো গর্ভবতী মা বা অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকের ক্ষতি হচ্ছে।

অভিযোগ রয়েছে, রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। ফলে গ্রামটি এখনো উন্নয়নের বাইরে রয়ে গেছে।

ভুক্তভোগি ও সচেতন মহল বলেন, “আমরা রাস্তাঘাটের উন্নয়ন দেখতে চাই। এভাবে আর কতো দিন কাদা-মাটির মধ্যে চলাচল করবো?”

এলাকাবাসী অবহেলিত এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *