অনলাইনইতিহাস ঐতিহ্যজাতীয়তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

নির্বাচনে পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় জামায়াতের সেমিনার

স্টাফ রিপোর্টার: পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টবর) বিকাল সাড়ে ৪ টায় শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সেমিনারে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’ নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতবর করতে পারবে না।’

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক।
জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধিতে নির্বাচনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,
শহর আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবির রহমান, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।

সেমিনারে বক্তরা বলেন,দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় পিআরের বিকল্প নেই।

সেমিনারে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রকৌশলি, চিকিংসাবিদ, আলোম ওলামাসহ বিভিন্ন পেশাজীবী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *