অনলাইনকালিগঞ্জজীবনযাপনতালাসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের রতনপুরে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন পরিষদে মাদক ও মানব পাচার বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত,বিজিবি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইনুল হাসান খাঁন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।

এ সময় তিনি বলেন, মাদক একটা সামাজিক ব্যাধি। যা শুধু সেবনকারীকে ধ্বংস করছে না, তার পরিবার, সমাজ এমনকি দেশকে ধ্বংস করে দিচ্ছে।

এটিকে নির্মূল করতে হলে পরিবার ও সমাজের সকলকে সচেতন হতে হবে,এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী কে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।

এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মানব পাচারের বিষয়ে তিনি কারো মিথ্যা প্রলোভনে পড়ে প্রতারিত না হয়ে ভালোভাবে যাচাই করে বিদেশ গমনের পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *