কালিগঞ্জে বিয়েতে বাঁধা, প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আলামিন (২১) নামে এক প্রবাসী যুবক। সে উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বসতঘরে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আলামিন জীবিকার তাগিদে দুবাই যান। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ময়মনসিংহ জেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে দেশে ফিরে এসে তিনি ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার বাবা-মা এতে সম্মতি জানাননি।
এতে মানসিকভাবে ভেঙে পড়েন আলামিন। বুধবার সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি প্রেমিকাকে ভিডিও কলে রেখেছিলেন বলে জানা যায়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে তার খালা ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি নিশ্চিত হন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

