তালায় নারকেল গাছে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামে নারকেল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তয়েজউদ্দিন মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তয়েজউদ্দিন মোড়ল ওই গ্রামের হেমাদ মোড়লের ছেলে।স্থানীয় মিজানুর রহমান জানান, সকালে তয়েজউদ্দিন নারকেল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছের পাশ দিয়েই পল্লী বিদ্যুতের একটি তার ছিল। গাছের পাতা কাটার সময় অসাবধানবশত বিদ্যুৎ তারটি তাঁর গায়ে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

