অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জজীবনযাপনতালাসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে বন্ধু শরিফুলের ছুরিকাঘাতে বন্ধু তুহিন জখম

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে এক কিশোরকে বন্ধুর ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাকশিয়ালি নদীর পাড়ে সরকারি সদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

আহত কিশোরের নাম নাঈম রহমান তুহিন (১৮)। সে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ও পূর্বপরিচিত শরিফুল (১৮), নলতা ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। সে তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে নদীর পাড়ে পৌঁছালে হঠাৎ করে শরিফুল তার গলায় ধারালো ছুরি চালায় এবং পালিয়ে যায়।

তুহিনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, তুহিন ও শরিফুল আগে থেকেই পরস্পরের পরিচিত ছিল, তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *