অনলাইনতালাসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরা সদর হাসপাতাল বিষয়ে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর হাসপাতালের সার্বিক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

সভায় তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কাজ করছি। হাসপাতালের পরিবেশ, চিকিৎসা সেবা ও রোগী ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। কিন্তু কিছু অসাধু চক্র ও দালাল সিন্ডিকেট আমার এই প্রচেষ্টায় বাধা দিচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, সদ্য বদলিকৃত সাবেক আরএমও ডা. ফয়সাল আহমেদের নেতৃত্বে হাসপাতালের দালাল চক্র ও কিছু অসাধু ব্যক্তি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা নিজেদের অনিয়ম, দুর্নীতি ও দালালি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে অপপ্রচার শুরু করেছে।

ডা. সালাম আরও বলেন, সদর হাসপাতালে দালালমুক্ত পরিবেশ তৈরি করতে আমি কঠোর অবস্থান নিয়েছি। রোগীরা যাতে বিনা হয়রানিতে সেবা পায়, সেদিকে প্রশাসন সম্পূর্ণ সচেষ্ট। কোনো অসাধু ব্যক্তি বা চক্রের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ ব্যবস্থা ও রোগীসেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মো. বিয়াদ হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. জি এম নুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. জয়ান্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা, ডা. ডালিয়া আক্তার সাম্মী, ডা. পার্থ কুমার দে, ডা. মো. সাইফুল আলম, ডা. মো. আব্দুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা হাসপাতালের অনিয়ম, দালাল সিন্ডিকেট ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *