অনলাইনঅপরাধআইন আদালতযশোররাজনীতিশার্শাসারাবাংলা

শার্শা থানার ওসি’কে প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান

হাসানূল কবীর, শার্শা: যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম এর প্রত্যাহারের দাবীতে পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার সময় উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংগঠনটির সভাপতি শেখ দীনু আহম্মেদের সভাপতিত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার কবির নান্টু, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ১১ সেপ্টেম্বর দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকালের শার্শা উপজেলা প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনিকে কোনো প্রকার তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে শার্শা থানার বর্তমান ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের সময় পুলিশ সুপারের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *