অনলাইনকলারোয়াখেলাধূলাতালাবিনোদনশ্যামনগরসাতক্ষীরা জেলাসারাবাংলা

কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমি’তে শ্যামনগর

‎এস এম ফারুক  হোসেন, বলারোয়া: ‎কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা যশোরকে হারিয়ে সেমিতে উঠলো শ্যামনগর ফুটবল একাডেমি।

‎বুধবার (৮ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট আয়োজিত ক.পা.ই ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অংশ গ্রহন করে শ্যামনগর ফুটবল একাডেমি, সাতক্ষীরা বনাম ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা, যশোর।

‎খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে শ্যামনগর ফুটবল একাডেমির ১০নম্বর জার্সিধারী খেলোয়ার হৃদয় গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
‎দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য আর কোন গোল না হওয়ায় ওই এক গোলেই যশোরকে হারিয়ে শ্যামনগর জয়লাভ করে। ‎খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্যামনগর ফুটবল একাডেমির ৯নম্বর জার্সিধারী খেলোয়ার লিপু।

‎খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও সাজেদুল করিম তপু। ৪র্থ রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন। ‎খেলার ধারা বিবরণীতে ছিলেন শেখ শাহজাহান আলী শাহিন ও ইকবাল হোসেন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার জাহিদুজ্জামান, ফায়ার সার্ভিসের হুমায়ুন কবির, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি এডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্যা, মমতাজুল ইসলাম চন্দন, আব্দুর রহিম, জাহিদুর রহমান, রমজান আহমেদ, রেজাউল করিম লাভলু, আলতাফ হোসেন, আরিফুজ্জামান কাকন, শাহাদাত হোসেন, বদিউজ্জামান বদরু, মাসুদুর রহমান প্রমুখ। এসময় ‎মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

‎আগামি ১৩ অক্টোবর সোমবার বিকালে একই মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ, সাতক্ষীরার মধ্যে অনুষ্ঠিত হবে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *