কেশবপুরখেলাধূলাযশোরশার্শাসারাবাংলা

কলারোয়ায় ক পা ই ফুটবল টুর্নামেন্টে চৌগাছাকে হারিয়ে ধুলিহর সুপার স্টার যুবসংঘ সেমিফাইনালে

মেহেদী হাসান শিমুল: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সুপারস্টার যুব সংঘ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (৬অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হয় চৌগাছা মামুন একাডেমি ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ, সাতক্ষীরা।

বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় ধুলিহর সুপারস্টার যুব সংঘ। খেলার দ্বিতীয়ার্ধ্বে ধুলিহরের আতিক জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে খেলায় সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় চৌগাছা মামুন একাডেমির।খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন ধুলিহরের হৃদয়।

খেলাটি পরিচালনা করেন রেফারি মেহেদি হাসান ইমন। সহকারী ছিলেন মাসুদ পারভেজ মিলন ও কামরুজ্জামান বাবু।

খেলার শুরু থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র রইছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট(কপাই) সভাপতি এড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, কেএম আশরাফুজ্জামান পলাশ, টুর্নামেন্ট সংগঠক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, প্রভাষক খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, আরিফুজ্জামান কাঁকন, আবু জাফর, সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কাজী সিরাজ, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ।

খেলার ধারাভাষ্যে ছিলেন শেখ শাহাজাহান আলি শাহিন, মীর রফিকুল ইসলাম ও মাস্টার ওলিউল ইসলাম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহের মোল্লা জানান, আগামী ৮ অক্টোবর, বুধবার বিকেল ৩টায় টুর্নামেন্টের তৃতীয় খেলায় পরস্পরের মোকাবিলা করবে শ্যামনগর ফুটবল একাদশ ও ইয়ামিন স্পোর্টিং ক্লাব, খাজুরা, যশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *