সাতক্ষীরায় ৫শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় সতেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
রবিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ঘোনা, মাদরা, কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় ৫০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ বিভিন্ন ভারতীয় ঔষধ, শাড়ি ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল কলারোয়ার ফকিরপাড়া এলাকা থেকে ৫০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে।
এছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ ৩০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
ভোমরা বিওপির আভিযানিক দল ঘোষপাড়া ও লক্ষীদাড়ি এলাকা থেকে ২ লক্ষ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপি আনারস বাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি চারাবাড়ি এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং হিজলদী ও চান্দুরিয়া বিওপির টহলদল গোয়ালপাড়া এলাকা থেকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
সর্বমোট অভিযানে বিজিবি ১৬ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল আটক করেছে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশের রাজস্ব আয় ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উদ্ধারকৃত ভারতীয় পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যগুলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরীভুক্ত করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।

