অনলাইনকালিগঞ্জজীবনযাপনসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জের মঞ্জুয়ারা’র বেঁচে থাকার লড়াইয়ে কালিন্দি নদীই একমাত্র অবলম্বন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালেন্দি নদীকে ঘিরেই গড়ে উঠেছে শত শত মানুষের জীবন ও জীবিকা। এ নদীর বুকে প্রতিদিন চলে টিকে থাকার সংগ্রাম তাদের মধ্যেই একজন মঞ্জুয়ারা বেগম। ৪৮ বছর বয়সী মঞ্জুয়ারা বেগম, কালিগঞ্জের দেয়া গ্রামের এজাহার গাজীর স্ত্রী।

গত ১৭ বছর ধরে প্রতিদিন ভোরে ঝাঁকি জাল হাতে নদীতে নামেন তিনি। নদীর তলা থেকে ছোট ছোট মাছ তুলে এনে বিক্রি করেন বাজারে। এভাবেই চলে তাঁর সংসার, সন্তানদের শিক্ষা ও জীবনের চাকা। শুধু মঞ্জুয়ারা নয়, তার মতো আরও অনেক নারী-পুরুষ এই কালেন্দি নদীকে কেন্দ্র করে টিকে আছেন জীবিকার তাগিদে। কেউ নেট জাল, কেউ খেওলা জাল দিয়ে নদী থেকে মাছ ধরে সংসার চালান। সাহাদাত হোসেন আমরা গরিব মানুষ। মাছ ধরেই পরিবার চালাই। নদী ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই।” বর্ষা মৌসুমে কিছুটা মাছ পাওয়া গেলেও পানি কমে গেলে নদীতে মাছের সংখ্যা কমে যায়। তখন এই নদীনির্ভর মানুষদের জীবন আরও কঠিন হয়ে পড়ে, হাফিজুর রহমান তিনি বলেন এই অঞ্চলের অনেক মানুষ এখনো মাছ ধরেই বাঁচে।

সরকার যদি নদী রক্ষা আর সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে আমরা আরও ভালোভাবে টিকে থাকতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *