অনলাইনকলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইউনিয়ন যুব জামায়াত আমীর’র মৃত্যু

মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়ার কেড়াগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব জামায়াতের এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম আল মামুন গাজী (৩৫) । তিনি কেড়াগাছী ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহান আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ছিলেন।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশে বের হন তিনি। দুপুরে তিনি একই ইউনিয়নের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছিলেন। কাজের সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ও ড্রিল মেশিন ব্যবহার করছিলেন। হঠাৎ ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গেটের ভারী লোহার অংশ তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ আজাদী আল মামুন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তুোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

এদিকে, এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতের স্বজনরা জানান, আল মামুন ছিলেন পরিশ্রমী, সদালাপী ও ভদ্রচরিত্রের মানুষ। তিনি পরিবার ও সমাজের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *