ধর্মশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে উৎসবমুখর পরিবেশে দুর্গা প্রতিমার বিসর্জন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে বুধবার (০২ অক্টোবর) বিকেলে পরিণত হয়েছিল উৎসবের আবহে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে মহা ধুমধামের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা।

দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীজুড়ে ভেসে আসে শত শত নৌযান। প্রতিমা বহনকারী নৌকা ও শোভাযাত্রার সঙ্গে যুক্ত হয় হাজারো ভক্ত, পূজারী ও দর্শনার্থী। ভক্তদের আনন্দোল্লাস, ঢাক–ঢোলের তালে আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীপাড়।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিবছরের মতো এবারও বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন ঘিরে নওয়াবেঁকী ও আশপাশের এলাকায় বিরাজ করে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিসর্জন অনুষ্ঠান রূপ নেয় মিলনমেলায়।

ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। একই সঙ্গে তারা আগামী বছরের পূজায় দেবীর পুনরাগমনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *