জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সাতক্ষীরা শহরে অস্থায়ী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালন এ সময় উপস্থিত ছিলেন মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমন, হাফেজ ওহিদুজ্জামান ,হাফেজ ইব্রাহিম খলিল, মাওলানা শামসুল আরেফিন, মাওলানা রুস্তম আলী, মাওঃ ওসমান গণিসহ জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম, খতিব, উলামায়ে কেরাম।
সভায় গত মিটিং এর রেজুলেশন পাঠ, জাতীয় ইমাম সম্মেলন ২০২৫ সাতক্ষীরা শাখার আয় ব্যয়, জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

