কলারোয়া নিউজের সম্পাদক আরিফ মাহমুদের মায়ের মৃত্যু: বিভিন্ন মহলের শোক
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক প্রফেসর আবু নসরের সহধর্মিণী ও কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদের মা মিসেস মমতা বেগম (৬৯) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলারোয়ার নিজস্ব বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি কলেজ ময়দানে প্রথম ও জুম্মা নামাজের পর গয়ড়ায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে প্রভাষক আরিফ মাহমুদ জানান।
সাংবাদিক আরিফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক কালের চিত্র পরিবার।
অনুরূপ শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

