আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: পুজামণ্ডপে বৈদ্যুতিক বাল্ব খুলতে যেয়ে এক ডেকরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাতক্ষীরার আশাশুনী উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম ফটিকখালি দুর্গা মণ্ডপে এ ঘটনা ঘটে।

নিহতের নাম প্রশান্ত মণ্ডল( ৪৫)। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার চাঁদনিচক গ্রামের অমূল্য মণ্ডলের ছেলে। সে আশাশুনীর পশ্চিম ফটিকখালি গ্রামের রাজা সরদারের বাড়িতে ঘরজামাই থাকতো।

পশ্চিম ফটিকখালি দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীনবন্ধু সরদার জানান, স্থানীয় নারায়ন চন্দ্র মণ্ডলের ডেকরেটরের শ্রমিক হিসেবে গত ২৭ সেপ্টেম্বর থেকে তাদের মন্দিরে কসজ করে আসছিলেন রাজা সরদারের জামাই প্রশান্ত মণ্ডল। শুক্রবার তাদের প্রতিমা বিসর্জন। এ কারণে বৃহস্পতিবার মন্দিরের সামনে টাঙানো সামিয়ানা খোলার জন্য তাকে বলা হয়। দিনভর বৃষ্টির কারণে সে সামিয়ানার পরিবর্তে বাল্ব খুলতে যায়। এ সময় হাই ভোল্টেজের তারে জড়িয়ে নীচে পড়ে যেয়ে ঘটনাস্থলে মারা যায়।

আশাশুনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি ঘটনাস্থলে রয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *