সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর টিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় সংলগ্ন মেহেদীবাগের বাড়িতে বুধবার (১ অক্টোবর) রাত আটটার দিকে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে প্রতীমা দেখতে যান। রাত সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরে এসে দেখেন, বাড়ির প্রধান গেটসহ প্রতিটি ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এসব দেখে তিনি বুঝতে পারেন, বাড়িতে চোর এসেছিল। এতে করে সাংবাদিকের বাড়িতে থাকা নগদ প্রায় ৮ লক্ষ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে । সব মিলিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি হয়েছে বাড়ি থেকে।
ঘটনার পরপরই জেলা শহরে চোর আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, মাত্র ২৪ ঘণ্টা আগে জেলা শহরের নারিকেলতলা পূজামণ্ডপ সংলগ্ন অপর এক স্বর্ণকারের বাড়িতেও প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছিল।
এদিকে মাত্র জেলা শহরের মাত্র ১ কিলোমিটারের মধ্যে এবং জেলা পুলিশ লাইনের প্রায় পাশেই রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িসহ পরপর দুটি ঘটনায় সাতক্ষীরা শহরে মানুষের জান ও মালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত গভীর হলেও বিভিন্ন এলাকায় চলছে নানান আলোচনা।

