কালিগঞ্জের বিষ্ণুপুরে জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও কর্মী-সমার্থকরা।
মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে মোট ৮টি পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় শতাধিক কর্মী ও সমর্থক তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ইউনিয়ন জামায়াতের শেখ সিদ্দিকুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাস্টার আব্দুল হান্নান, মাস্টার ইউনুস আলী, শেখ আব্দুর রহিমসহ আরও অনেকে।
শুভেচ্ছা বক্তব্যে মাস্টার ইউনুস আলী বলেন, আমরা সবাই এই দেশের নাগরিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করাই আমাদের মূল লক্ষ্য। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের এই উৎসব সফল ও সুন্দরভাবে সম্পন্ন হোক- এটাই আমাদের আন্তরিক কামনা। দেবী দুর্গার আগমনে তাদের মনের আশা পূর্ণ হোক এবং সর্বত্র শান্তি বিরাজ করুক।
জামায়াত নেতৃবৃন্দ যে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন সেগুলো হলো- ইউনিয়নের শ্রীরামপুর, বন্দকাটি, জয়পত্রকাটি, বিষ্ণুপুর উদয়ের মাস্টারের বাড়ি, বিষ্ণুপুর বাবুবাড়ি, পারুলগাছা ও শ্রীরামপুর সরকারপাড়া পূজামণ্ডপ।
স্থানীয় পূজা উদ্যোক্তারা বলেন, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এই সফর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা জানান, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে।

