কলারোয়ায় জামায়াতে ইসলামীর লেডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
এস এম ফারুক হোসেন, কলারোয়া: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাচনী লেডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় কলারোয়া আল আমীন ট্রাস্ট মিলনায়তনে এ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, মাওলানা মোঃ ওসমান গনী, জেলা ইউনিট সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাস্টার শওকত হোসেন, জাহিদ হাসান মিঠু, এরশাদ আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, শামসুল আলম বুলবুল, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।
শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওমর আলী।
বিষয় ভিত্তিক আলোচনায় বক্তাগণ বলেন ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সফল ফসল আজকের নতুন বাংলাদেশ। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রশিক্ষণ কর্মশালার নেতৃবৃন্দ আরও বলেন, জামায়াতের নেতৃবৃন্দকে নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ, নৈতিক উন্নয়ন এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে। কলারোয়া উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়ন সমূহের নানান বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

