সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কালিয়ানী, হিজলদী, ভোমরা, মাদরা, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির আভিযানিক দল সীমান্তবর্তী শ্মশ্বান ঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। একইদিন বৈকারী বিওপি দল বলদঘাটা এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প দল ভাদিয়ালী বড় মাঠ থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া হিজলদী বিওপি বড়ালী পোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ভোমরা বিওপি মোল্লাপাড়া থেকে ৭০ হাজার টাকার ঔষধ, মাদরা ও কালিয়ানী বিওপি পৃথক অভিযানে ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা করে ভারতীয় ঔষধ আটক করে।
সবচেয়ে বড় চালানটি আটক করে চান্দুরিয়া বিওপি। তারা গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
মোট ৬ লাখ ৬৫ হাজার টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা করার প্রক্রিয়া চলছে।