অনলাইনআইন আদালতইতিহাস ঐতিহ্যকলারোয়াতালাধর্মসদরসাতক্ষীরা জেলা

দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপ ও বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক

গাজী হাবিব: শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপ ও বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি।

২৮ সেপ্টেম্বর তিনি আইসপাড়া পূজা মন্দির, কেরাগাছি সার্বজনীন পূজা মন্দির, ঝাউডাঙ্গা পশ্চিমপাড়া সার্বজনীন পূজা মণ্ডপসহ ঝাউডাঙ্গা কলেজ ও তলুইগাছা বিওপিতে অবস্থিত বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

অধিনায়ক বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধশত পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ সেপ্টেম্বর থেকে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনমনে আস্থা বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষণিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মোবাইল ও স্ট্যাটিক টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয়দের সহযোগিতা দিতে বিজিবি হটলাইন সেবা চালু করা হয়েছে।

অধিনায়ক পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস পাওয়ার কথা উল্লেখ করেন। তিনি দায়িত্বপালনকারী বিজিবি সদস্য ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালনে দিক নির্দেশনা প্রদান করেন।

পরে অধিনায়ক ঝাউডাঙ্গা কলেজ ও তলুইগাছা বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা দেন।

স্থানীয়রা বলেন, বিজিবির উদ্যোগে উৎসবকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তার পাশাপাশি আস্থার পরিবেশ তৈরি হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীসহ সকল জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *