সাতক্ষীরায় ২৫ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজাসহ ৮ লক্ষ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ বোতল ভারতীয় মদ, ১ কেজি ভারতীয় গাঁজা এবং বিভিন্ন ধরনের প্রায় ৭ লাখ ৬৮ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ঘোনা, কুশখালী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও বাকাল চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস থেকে ৩০০ গজ ভেতরে কলারোয়া থানার নটিজঙ্গল এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একইভাবে ঘোনা বিওপির টহল দল চাঁন্দা এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়- ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ (চান্দুরিয়া বিওপি), ৩০,০০০ টাকার ভারতীয় ঔষধ (তলুইগাছা বিওপি), ১,৮৭,৪০০ টাকার পাতার বিড়ি, দুধ ও বাসমতি চাল (বাকাল চেকপোস্ট), ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ (মাদরা বিওপি), ২,৩০,০০০ টাকার ভারতীয় ঔষধ ও বাইসাইকেল (কাকডাঙ্গা বিওপি), ৩৫,০০০ টাকার ভারতীয় শাড়ি (কুশখালী বিওপি) এবং ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ (ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প)। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ৭ লাখ ৬৮ হাজার টাকা।
বিজিবি জানায়, এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল শুল্ক ফাঁকি দিয়ে। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল রাজস্ব হারাচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দ মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়ে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।