সাংবাদিক মনি’র মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবীতে শার্শায় মানববন্ধন
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শায় গভীর চক্রান্তের শিকার দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকাল পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে শার্শায় আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শার্শা উপজেলার সাংবাদিকবৃন্দ। এই মানববন্ধনে অত্রাঞ্চলে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ (যশোর) পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহবুব ও সিনিয়র সহ-সভাপতি একুশে টিভির জামাল হোসেন, এসএ টিভির শেখ নাসির উদ্দীন, সময় টিভির আজিজুল হক, এশিয়ান টিভির মিলন খান, সমকালের সাজেদুর রহমান, নাগরিক টেলিভিশনের শেখ ফারহান সাদাফ, বাংলা টিভির আরিফ হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শহিন। এছাড়াও বাগআঁচড়া রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিনিধি হাসানূল কবীর, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী শাহীন ও সাধাঃ সম্পাদক আব্দুল মান্নান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধাঃ সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘ ৩০ বছর ধরে সততা নিষ্ঠা ও সাহসিকতার সহিত সাংবাদিকতা করে আসছেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যে একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে অন্যায়ভাবে মনি’কে কারাগারে পাঠানো হয়েছে। শার্শা থানার ওসি কোনো তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। এজন্য উপস্থিত সাংবাদিকবৃন্দ অবিলম্বে ওসি আব্দুল আলিমের অপসারণের দাবী জানান। সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ভিত্তিহীন মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে প্রত্যাহার ও তার মুক্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রীমহল মিথ্যা মামলা দায়ের করায়। পরে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।