অনলাইনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের মো: মাফিজুর রহমান (২৩) এর ঘেরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘেরের পানিতে মাফিজুরের হাত ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সে একই গ্রামের মো: নুরুল ইসলাম এবং রাশিদা দম্পতির সন্তান।

নিহতের চাচা ডাক্তার আজহারুল ইসলাম বলেন, ছোট থেকেই মাফিজুরের মৃগীরোগের সমস্যা ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার সকালে তাকে ঘেরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সন্ধ্যায় ঘেরের রাস্তা দিয়ে মাফিজুর তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজী বলেন, এর আগেও কয়েকবার মাফিজুর পানিতে পড়ে গিয়েছিলো। গতকাল সন্ধ্যা ৭ টা পর্যন্ত তাকে মানুষজন ঘোরা ফেরা করতে দেখে। এরপরে তার আর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে শুনলাম তার লাশ ঘেরের পানিতে পাওয়া গেছে।

শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন বলেন, গাঁয়ে কিছু দাগ পাওয়া গেছে। প্রাথমিক ধারণা মতে শরীরের নরম জায়গায় মাছ বা জলজ প্রাণী আঘাত করে থাকতে পারে আবার অন্য কিছুও হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এখন একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *