অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি তাপস, সম্পাদক মোস্তফা মাহমুদ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভোট সম্পন্ন হয় ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে আলীম আল রাজি (তাপস) ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মোস্তফা মাহমুদ= ২৯৩ ভোটে নির্বাচিত হন এবং সংগঠনিক সম্পাদক পদে শেখ মহিউদ্দীন= ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আলীম আল রাজি (তাপস)বলেন, এটি কেবল একটি নির্বাচন নয়, এটি তৃণমূল বিএনপিকে নতুন উদ্দীপনায় এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক সূচনা। আমি সর্বস্তরের নেতাকর্মীদের পাশে থেকে দলের জন্য কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা তার অনুভূতি প্রকাশ করে বলেন, দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। দলের জন্য কাজ করাই আমার একমাত্র অঙ্গীকার। সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই।নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসাহ-উদ্দীপনার আবহ। বিপুল সংখ্যক নেতা-কর্মী ভোট গ্রহণে অংশ নেন এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলেই সন্তোষ প্রকাশ করেন।স্থানীয় নেতা-কর্মীদের প্রত্যাশা, নব-নির্বাচিত নেতৃত্ব ইউনিয়ন বিএনপিকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *