অনলাইনআন্তর্জাতিককালিগঞ্জজাতীয়সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা কালিগঞ্জের কৃতি সন্তান জনি আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান জনি আলম সফলভাবে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেছেন। তিনি জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের (Kanazawa University) গ্র্যাজুয়েট স্কুল অব ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ শেষে গবেষণায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি লাভ করেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টাকাশি ওডা আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি প্রদান করেন।

ড. জনি আলম জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো (MEXT) স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পান। তাঁর গবেষণার বিষয় ছিল গণিত ও প্রয়োগিক গণিতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা ‘হেলি-শ’ (Hele-Shaw) সমস্যা এবং এর গাণিতিক সমাধান, যেখানে তিনি নতুনতর একটি সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি (numerical scheme) উদ্ভাবন করেছেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে এবং খ্যাতনামা গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।

ড. জনি আলমের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকার মানুষ গর্বিত। তিনি দেশে ফিরে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *